ইউরোপে ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়াতে পারে

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 17:00:19

জুন মাস থেকে ইউরোপজুড়ে গ্রীষ্মের শুরু হয়। ইউরোপে গ্রীষ্মে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকে। ঝড় কিংবা বন্যা ইউরোপবাসীকে ভোগালেও তাপমাত্রার সহনীয়তা পরিস্থিতি স্বাভাবিক রাখে। তবে এবারের গ্রীষ্ম বেশ ভয়ানক বার্তা নিয়ে আসছে এই মহাদেশের মানুষদের জন্য। তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

বিশ্লেষকরা বলছেন, এটি বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তনের নমুনা।

এদিকে গত বৃহস্পতিবার (২০ জুন) প্যারিসে ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রতিবারের মতো গোটা ইউরোপে গ্রীষ্মের দিনগুলোতে হালকা ঝড়, বন্যা কিংবা শিলাবৃষ্টি হতে দেখা যায়। কিন্তু তাপমাত্রার এমন নাটকীয় পরিবর্তনে ফলে ইউরোপ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে পারে।

রোববার (২৩ জুন) থেকে স্পেন জুড়ে হলুদ সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

গবেষকরা বলছেন, আটলান্টিক মহাসাগরের বৃহৎ অংশজুড়ে সৃষ্ট ঝড় গ্রাস করতে পারে মধ্য ও পশ্চিম ইউরোপকে।

এই সপ্তাহ ধরে মাদ্রিদ, প্যারিস, বেলজিয়াম, ফ্রাঙ্কফুর্ট এবং বার্লিনে সর্বনিম্ন ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তে পারে। রাতে ও তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, জার্মানিতে বুধ ও বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করার সম্ভাবনা আছে।

একই সঙ্গে ফ্রান্সের আবহাওয়া অধিদফতর সতর্ক করে বলেন, আগামীকাল থেকেই ৩৫ থেকে ৪৯ ডিগ্রি তাপমাত্রা পড়তে পারে।

গত বছর জুলাই এবং আগস্টে ফ্রান্সে অস্বাভাবিক তাপমাত্রার কারণে এক হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়। এরই ধারাবাহিকতাই ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন হাসপাতাল এবং স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর