অর্থ দিয়ে যৌন হয়রানির সমাধান করল উবার

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 14:25:25

গাড়িতে দুই নারীকে যৌন হয়রানির বিষয়টি আদালতের বাইরে সমাধান করল অ্যাপভিত্তিক পরিবহনসেবা উবার।

২০১৫ সালের গাড়িতে উবারের ড্রাইভার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন যুক্তরাজ্যের দুই নারী। অভিযোগে তারা পুলিশকে জানিয়েছিলেন, অ্যাপের মাধ্যমে লিডসে উবারের গাড়িতে উঠার পর সেখানে ড্রাইভার তাদের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন।

এই বিষয়ে লিডস সিটি কাউন্সিল তদন্ত করে নাভেদ ইকবাল নামের এক উবার ড্রাইভারের সন্ধান পান। তবে ওই ড্রাইভার দাবি করেন, নিজের অ্যাপে ভাইকে লগইন করে দিয়েছেন। আর তার ভাই দ্বারা এই কাজ সংঘটিত হয়েছে বলেও জানান।

তবে দেশটির আদালত ওই ড্রাইভারের লাইসেন্স বাতিল করে দেয়। আদালত উবারের উদ্দেশে বলেন, ‘উবারের উচিত তাদের যাত্রীদের সার্বিক নিরাপত্তা দেওয়া। আর ড্রাইভাররা উবারের অধীনস্থ চাকরিজীবী।

উবার বিষয়টি মেনে নিয়ে ওই দুই নারীকে ক্ষতিপূরণ দেয়। তবে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এই ক্ষতিপূরণের পাঁচ অংকের বেশি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর