ট্রাম্পকে দাওয়াত দিলেন পুতিন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 09:30:17

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। ২০২০ সালে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে এ আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার (২৮ জুন) জাপানের কাংসাই প্রদেশের ওসাকাতে জি-২০ সম্মেলনে এ আমন্ত্রণ জানান তিনি।

রাশিয়ান কূটনীতিক ইউরি উশাকভ বলেন, ‘আমাদের ৭৫ তম বিজয় দিবসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছি। ৯ মে আমাদের বিজয় দিবস। মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে খুব পজিটিভ প্রতিক্রিয়া দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার কী ভূমিকা ছিল, এবং কে বেশি ভূমিকা রাখে এসব বিষয় পুতিন-ট্রাম্পের আলোচনায় উঠে আসে। সেখানে সোভিয়েতের মানুষদের ত্যাগের বিষয়টিও উঠে আসে।’

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ৯ মে’তে রাশিয়ায় বিজয় দিবস পালিত হয়।

এ সম্পর্কিত আরও খবর