মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্প-পুতিনের কৌতুক

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 20:42:47

২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়াকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কঠিন সুরে নয়, হাস্যরসাত্মক স্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনকে এ আহ্বান জানান ট্রাম্প।

শুক্রবার (২৮ জুন) জাপানের ওসাকাতে জি-২০ সম্মেলনে তাদের দুজনের মধ্যে এই নিয়ে কৌতুক হয় বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জি-২০ সম্মেলনে এবারেই প্রথম মুখোমুখি বৈঠকে মিলিত হন ট্রাম্প-পুতিন।  এ সময় তারা যুক্তরাষ্ট্রের আগামী নির্বোচন নিয়ে কথা বলেন।

বৈঠকে ট্রাম্প দুইবার আঙুল উঁচিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ না করার জন্য বলেন। তবে হস্তক্ষেপের সত্য কিনা ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি পুতিনের থেকে হাসি আদায় করে নিয়েছি।’

বৈঠকে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ডোনাল্ড ট্রাম্পকে তার দেশে আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে গুঞ্জন ওঠে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পেছনে রাশিয়ার ভূমিকা রয়েছে। এই কারণেই ট্রাম্প বিষয়টি নিয়ে কৌতুক করেন।

এ সম্পর্কিত আরও খবর