বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি: সব স্কুল বন্ধ

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-27 04:07:58

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ু দূষণ প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় স্থানীয় সময় গতকাল বুধবার শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগের দিন মঙ্গলবার শহরটিতে ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ জারি করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া বলেছেন, ‘বাতাসে দূষণের মাত্রা গতকাল বুধবার দ্বিতীয় দিনের মত মারাত্মক মাত্রায় রয়েছে এবং পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে।’ শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামী রোববার পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে এক টুইট বার্তায় জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্য নিরাপদ সীমার চেয়ে দিল্লির অনেক এলাকায় বায়ু দূষণের মাত্রা বর্তমানে ৩০ গুণ বেশি। ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে দিল্লির রাস্তাঘাট। গাড়িগুলো দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে। শহরের বাসিন্দা পিকা রায় বলেন, ধোঁয়া এতটাই ঘন যে তিনি আটতলা ফ্ল্যাটের বারান্দা থেকে রাস্তার যানবাহন দেখতে পাচ্ছেন না। তিনি বলেন, ‘যখনই নিঃশ্বাস নিচ্ছি, নাকের ভেতরে একটা জ্বালা অনুভব করছি। আর ধোঁয়া ও ধুলো মেশানো একটা গন্ধ নাকে আসছে।’ গত দুই বছর ধরে দিল্লিতে দূষণ সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে জানান পিকা রায়। তিনি বলেন, ‘আগে আমরা এ ধরনের অবস্থা দেখিনি। গত বছরও খারাপ অবস্থা ছিল, কিন্তু এবারের মত নয়।’ দিল্লিতে শীতের শুরুতে প্রতি বছরই বায়ু দূষণের ঘটনা ঘটে। এবার গাড়ির নিগর্মন তো রয়েছেই, নিষেধাজ্ঞা সত্ত্বেও দিওয়ালিতে বাজি পোড়ানো বন্ধ থাকেনি, এর সঙ্গে যোগ হয়েছে আশেপাশের রাজ্যÑ পাঞ্জাব বা হরিয়ানায় ক্ষেতে ফসলের গোড়া পোড়ানোর ফলে সৃষ্ট বায়ু দূষণ। এছাড়া দিল্লিতে গাড়ির সংখ্যা বেড়ে গেছে ও বেশি নির্মাণকাজ চলছে। বিভিন্ন পরিবেশ সংস্থা ও স্থানীয়রা বলেছেন, শহরের বাতাস এখন আর স্বাভাবিক জীবন-যাপনের উপযুক্ত নেই। জনস্বাস্থ্য যে ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে তাতে দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। মঙ্গলবার পরিস্থিতির ভয়াবহতা নিয়ে কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি ড. কে কে আগরওয়াল বলেন, ‘জনস্বাস্থ্যের দৃষ্টিতে দিল্লিতে এখন আপদকালীন অবস্থা চলছে।’

এ সম্পর্কিত আরও খবর