আড়াই বছর পর মিলল সাগরে হারানো সচল ক্যামেরা

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-30 09:03:44

সমুদ্র নাকি সব ফিরিয়ে দেয়। সেটা সত্য প্রমাণিত হল জাপানের সোফিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেরিনা সুবাকিহারার জীবনে। বছর দু’য়েক পরে জাপানের একটি দ্বীপের সমুদ্রে তলিয়ে যাওয়া তার ক্যামেরাটি যখন উদ্ধার হল তাইওয়ানের সমুদ্র সৈকত থেকে। ২০১৫ সালের সেপ্টেম্বরে মাসে জাপানের ইশিগাকি দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন সেরিনা সুবাকিহারা। স্কুবা ডাইভিং করার সময় এক জন বন্ধুর শ্বাসকষ্ট হচ্ছিল। তাকে সাহায্য করতে গিয়ে কোনো ভাবে হাত থেকে ফসকে যায় ডাইভিং কেসের মধ্যে ভরা ক্যামেরাটি। ওই ভাবে সমুদ্রে তলিয়ে যাওয়ার পর স্বাভাবিক ভাবেই তা ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। তবে বছর দু’য়েক বাদে তা খুঁজে পাওয়া গেল ১৫৫ মাইল দূরে, উত্তর তাইওয়ানের সুয়াও টাউনশিপ সমুদ্র সৈকত থেকে । তাইওয়ানের প্রাথমিক স্কুলের কয়েক জন ছাত্র-ছাত্রী সেই সৈকত থেকে উদ্ধার করে ক্যামেরাটি। স্কুলের তরফে সেখানে সমুদ্রের পাড় পরিষ্কার করার কাজে গিয়েছিল তারা। বছর এগারোর এক ছাত্র হঠাৎ দেখতে পায় সামুদ্রিক লতা ও ঝিনুকে জড়ানো কিছু একটা পড়ে রয়েছে, যা খানিকটা পাথরের মতো দেখতে। কৌতূহলের বশে তা হাতে নিয়ে নাড়াচাড়া করতেই ছাত্ররা বুঝতে পারে, সেটি আসলে ডাইভিং কেসে বন্দি একটা ক্যামেরা। তবে আশ্চর্যের বিষয় এই যে, ডাইভিং কেসে থাকার জন্য ক্যামেরাটিতে এক ফোঁটাও পানি ঢোকেনি। এমনকি তা পুরোপুরি অক্ষত হয়েছে। এরপর শিক্ষার্থীরা ক্যামেরাটি তাদের শিক্ষক পার্ক লি-কে দেখায়। ক্যামেরাতে কোনো নাম-ঠিকানা ছিল না। তবে তিনি সেখান থেকে ছবি দেখে তার কয়েকটি তার ফেসবুকে পোস্ট করে ক্যামেরার মালিকের অনুসন্ধান শুরু করেন। এরপর সেই ছবি ফেসবুকের মাধ্যমে ক্যামেরাটির মালিকের কাছ পর্যন্ত পৌঁছে যায়। সেরিনা সুবাকিহারা তার ক্যামেরা খুঁজে পেয়ে যোগাযোগ করেন। ইতোমধ্যেই তার ক্যামেরাটি জাপান ছেড়ে তাইওয়ানে পৌঁছেছে। তবু ক্যামেরাটি খুঁজে দেওয়ায় তিনি যেন তাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারছেন না। এছাড়া ইন্টারনেটের কল্যানে এমন একটি কাজ সহজ হওয়ায়ও তিনি কৃতজ্ঞ বলে জানান।

এ সম্পর্কিত আরও খবর