আলিশান বাড়ি কিনলেন উবার প্রতিষ্ঠাতা, ক্ষুব্ধ ড্রাইভাররা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 02:33:54

লস অ্যাঞ্জেলসে আলিশান বাড়ি কিনলেন অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবারের সহযোগী প্রতিষ্ঠাতা গ্যারেট ক্যাম্প। তবে উবারের ড্রাইভাররা এতে ক্ষুব্ধ হয়েছেন। ড্রাইভাররা বলছেন, তাদের কষ্টার্জিত টাকায় তিনি এই বাড়ি ক্রয় করেছেন।

বেভারলি হিলস নামের এই বাড়িটি রেকর্ড ৭২.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনেছেন তিনি।

সোমবার (২ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি উঠে আসে।

তবে উবারের সহযোগী প্রতিষ্ঠাতা রেকর্ড দামে বাড়ি কিনলেও প্রতিষ্ঠানটির কর্মচারীরা ক্ষতিপূরণ, ইনস্যুরেন্স ও শ্রম অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এই বিষয়ে লস অ্যাঞ্জেলসের রাইড-শেয়ার ড্রাইভারস ইউনিটের সংগঠক নিকল মুর নামের বলেন, ‘আমাদের ১ শতাংশ চুরি করে নেওয়ার যথার্থ উদাহরণ এটি। ড্রাইভার তাদের গাড়িতে বাস করছে, আমরা ন্যায্য মুজুরির জন্য লড়ে যাচ্ছি। অন্তত তাদেরকে তাদের শেয়ার বুঝিয়ে দেন যারা আপনার কোম্পানি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।‘

করিম বায়ুমি নামের একজন বলেন, ‘এই মানুষটি আমাদের কষ্টার্জিত টাকায় আলিশান বাড়ি কিনল। এতে আমাদের প্রতি অবিচার করা হচ্ছে।‘
ভেনা দুবাল বলেন, ‘এটি আমাদের গালে থাপ্পড় মারার মতো। পুঁজিবাদতন্ত্র তার অর্থ বাড়িয়েছে, তাকে বেশি সুবিধা দিচ্ছে।‘

উল্লেখ্য, বেতন-ভাতা, চাকরি স্থায়ীকরণ, ইনস্যুরেন্স ও শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন উবারের ড্রাইভাররা।

এ সম্পর্কিত আরও খবর