সামরিক মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 00:01:51

মার্কিন যুক্তরাষ্ট্রের  ইতিহাসে এই প্রথম সামরিক মহড়ার মাধ্যমে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে দিবসটি পালিত হয়েছে। দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ভাষণ নিয়ে শুরু হয়েছে বেশ সমালোচনাও। শুক্রবার (৫ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি উঠে আসে।

বিগত সাত দশকেও ওয়াশিংটনের জাতীয় স্মৃতিসৌধের সামনে স্বাধীনতা দিবসে কেউ বক্তব্য রাখেনি। সর্বশেষ ১৯৬৩ সালে (আই হ্যাব এ ড্রিম) ভাষণটি দিয়েছিলেন বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং।

এদিকে ট্রাম্প তার ভাষণে জাতীয় ঐক্যের কথা বলায় বিশ্ব জুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়। এমনকি বিতর্কিত মার্কিন সীমান্তরক্ষী ও শুল্ক এজেন্সিকে আলাদা করে প্রশংসা করেন ট্রাম্প। 

 

একই দিনে ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু করেন।

এ সম্পর্কিত আরও খবর