যুক্তরাজ্যে দালাল চক্র গ্রেফতার

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 01:47:26

যুক্তরাজ্যের একটি সংগঠিত দালাল চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। অসহায় মানুষকে উন্নত জীবন যাপনের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলাই ছিল এই চক্রের কাজ।

শুক্রবার (৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আধুনিক যুগের দাস ব্যবস্থা কায়েম করেছিল এই প্রতারক চক্রটি।

পুলিশ বলেন, ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডে ৪০০ এর বেশি মানুষকে কাজ করাচ্ছে এই প্রতারক চক্র। সম্বলহীন মানুষকে টার্গেট করে তারা। পোল্যান্ড থেকে যুক্তরাজ্যে নিয়ে এসে তাদেরকে থাকতে দেওয়া হত জরাজীর্ণ ও নোংরা পরিবেশে।

 জরাজীর্ণ ও নোংরা ঘরে তাদেরকে থাকতে দেওয়া হতো, ছবি: সংগৃহীত

 

পুলিশ ইতোমধ্যে অপরাধ চক্রের আট জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিকভাবে তাদের অপরাধ স্বীকার করেছে। অভিযুক্ত পাঁচ জন আসামিকে চার থেকে ১১ বছরের শাস্তি দেওয়া হয়েছে।

এক ভুক্তভোগী বলেন, আমাদেরকে ফ্যাক্টরি, মুরগীর ফার্ম অথবা ময়লা নিষ্কাশনের কাজ দেওয়া হতো। কর্মস্থলে টয়লেটের ব্যবস্থা পর্যন্ত দেওয়া হতো না। মজুরি হিসেবে দৈনিক ৫০ পাউন্ড অথবা একটি মুরগি আর এক কাপ কফি দেওয়া হতো।

এ সম্পর্কিত আরও খবর