ই-মেইল ফাঁসের ঘটনায় ব্রিটিশ রাষ্ট্রদূতের পদত্যাগ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 11:34:07

ই-মেইল ফাঁস হওয়ার ঘটনায় চলমান উত্তেজনার মুখে ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডারখ পদত্যাগ করেছেন। ফাঁস হওয়া ই-মেইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত।

বুধবার (১০ জুলাই) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালন করতে পারছেন না জানিয়ে পদত্যাগ পত্রে ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, বর্তমানে যে পরিস্থিতির তৈরি হয়েছে তাতে করে একজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া দরকার।

গত রোববার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল ফাঁস হওয়া ই-মেইলগুলো প্রকাশ করলে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে রাষ্ট্রদূত কিম ডারখের ই-মেইল ফাঁসের বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়।

গত মঙ্গলবার (০৯ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ ঘটনায় কিম ডারখের প্রতি সমর্থন প্রকাশ করেন। রাষ্ট্রদূতকে সমর্থনের প্রতিক্রিয়ায় থেরেসা মের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

এ সম্পর্কিত আরও খবর