নায়াগ্রা জলপ্রপাতের ১৮৮ ফুট নিচে পড়েও বেঁচে গেলেন যুবক

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 19:15:38

নায়াগ্রা জলপ্রপাতের প্রায় ১৮৮ ফুট (৫৭ মিটার) নিচে নদীতে পড়েও ভাগ্যক্রমে বেঁচে গেছেন এক যুবক।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে নায়াগ্রা জলপ্রপাতের হর্স সু ফলস থেকে পড়ে যান তিনি। নায়াগ্রা জলপ্রপাত যে তিনটি ফলস নিয়ে গঠিত তার মধ্যে হর্স সু ফলস সবচেয়ে বড়।

এতো নিচে পড়লেও ওই যুবক তেমন কোনো আঘাতই পাননি বলে টুইটারে জানিয়েছে নায়াগ্রা পার্ক পুলিশ। তবে তার নাম পরিচয় জানাতে পারেনি তারা।

পুলিশ জানায়, জলপ্রপাতের তলদেশে খোঁজাখুঁজির পর নদীর পাশে একটি পাথরে বসে থাকা অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়।

অন্টারিও’র নায়াগ্রা জলপ্রপাতের মেয়র জিম ডিওডিটি স্থানীয় গণমাধ্যমে বলেছেন, পানি বেশি থাকায় প্রচণ্ড স্রোতে ভেসে গিয়ে ওই যুবক বেঁচে গেছেন। পানি কম থাকলে বড় বড় পাথরে আঘাত লাগতে পারত তার।

অতীতে নায়াগ্রা জলপ্রপাত থেকে পড়ে অনেকে মারা গেছেন। তবে ভাগ্যক্রমে যে ক’জন বেঁচে গেছেন, এ যুবক তাদেরই একজন।

নায়াগ্রা পার্কস ওয়েবসাইটের সূত্র মতে, নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রতি মিনিটে ছয় মিলিয়ন ঘনফুট পানি ঝরে পড়ে।

এ সম্পর্কিত আরও খবর