ব্রিটিশ ট্যাংকার আটকের দাবি প্রত্যাখ্যান ইরানের

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 12:38:45

পারস্য উপসাগরে ইরান একটি ব্রিটিশ তেলের ট্যাংকার আটকের চেষ্টা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই দাবি প্রত্যাখ্যান করেছে। 

বৃহস্পতিবার (১১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর উত্তর এলাকায় ইরানি সেনারা তেলের ট্যাংকার আক্রমণের চেষ্টা করে বলে দাবি করেন মার্কিন কর্মকর্তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ এই দাবি প্রত্যাখ্যান করে সংবাদমাধ্যমকে বলেন, 'ইরানের নৌকা তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করছিল।'

এদিকে কর্মকর্তারা অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে ব্রিটিশ হেরিটেজ এলাকায় ইরানি সেনাদের নৌকা ট্যাংকারটিকে থামার নির্দেশ দেয়। পরে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী সেখানে পৌঁছালে ইরানি নৌকা চলে যায়। 

তারা আরও দাবি করেন, ইরানি সেনারা ব্রিটিশ জাহাজকে হয়রানি করার চেষ্টা করে এবং নৌ চলাচলের পথে হস্তক্ষেপ করে। একইভাবে ব্রিটেনও দাবি করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের তিনটি নৌকা তেল ট্যাংকারকে বাধা দেয়ার চেষ্টা করে। 

আরও পড়ুন: 

সশস্ত্র ইরানী নৌকার ব্রিটিশ তেলের ট্যাংকার আটক করার চেষ্টা

বিশ্ব বাণিজ্যে হরমুজ প্রণালি ও ইরান সমাচার

এ সম্পর্কিত আরও খবর