৪২ বছরের ইতিহাসে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট নিউইয়র্কে

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 20:09:05

আলোর শহর নামে খ্যাতি রয়েছে যুক্তরাষ্ট্রের সেই নিউইয়র্কের। কিন্তু শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভ্রাটে নিউইয়র্ক এবং ম্যানহ্যাটনে শহরের বুকে নেমে আসে অন্ধকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সর্বশেষ খবর অনুসারে ম্যানহাটনে বিদ্যুৎ ফিরে এসেছে এবং উল্লাসে সেখানকার মানুষ রাস্তায় জড়ো হয়েছেন।

এর আগে ১৯৭০ সালে এরকম বড়ধরনের একটি বিদ্যুৎবিভ্রাট হয়েছিল যুক্তরাষ্ট্রে। আর দীর্ঘ ৪২ বছর পরে মার্কিনবাসী এরকম অন্ধাকারে পড়েছেন।

বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা কন এডিসন বলছে, কমপক্ষে ৭৩ হাজার বাসিন্দা এবং ব্যবসায়ীরা বিদ্যুৎ বিভ্রাটের ফলে সমস্যায় পড়েছেন।

এ সম্পর্কিত আরও খবর