রাখাইনে ইন্টারনেট খুলে দিতে বিদেশি ব্যবসায়ীদের আহ্বান

, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-18 12:52:44

মিয়ানমারে বিদেশি ব্যবসায়ীরা রাখাইন ও চিন রাজ্যে বন্ধ করে রাখা ইন্টারনেট খুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

জঙ্গি দমনের নামে ২১ জুন থেকে রাখাইন ও চিন রাজ্যে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে মিয়ানমার।

২০ জুন মিয়ানমারের ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন মন্ত্রণালয় এক নির্দেশে ৪টি টেলিকমিউনিকেশন কোম্পানিকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়।

ইয়াংগুনে ৫টি ইউরোপীয় ব্যবসা গোষ্ঠী ইন্টারনেট খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এর ফলে সম্প্রতি উন্মুক্ত হওয়া মিয়ানমারের বিদেশি বিনিয়োগ ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগকারীদের মাঝে নেতিবাচক সংকেত যেতে পারে বলেও আশঙ্কা করেছে তারা।

মানবাধিকার সংস্থাগুলো এর সমালোচনা করে বলছে, এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা আরও বিঘ্নিত হতে পারে।

এদিকে মিয়ানমার ৪০ কোটি ডলারের শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ছাড়ার অনুমতি দিয়েছে। ১২ জুলাই মিয়ানমার ইয়াংগুন স্টক এক্সচেঞ্জে (ইএসএক্স) শেয়ারের সরাসরি বিদেশি মালিকানা অনুমোদন করার ঘোষণা দিয়েছে।

পাঁচটি ইউরোপীয় ব্যবসা গোষ্ঠী ইন্টারনেট খোলার অনুরোধ জানিয়ে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে।

স্বাক্ষরকারী গোষ্ঠীগুলো হলো মিয়ানমার-নরওয়ে বিজনেস কাউন্সিল, সিসিআই ফ্রান্স-মিয়ানমার, জার্মান-মিয়ানমার ব্যবসায়িক চেম্বার, ইউরো-চেম্বার মিয়ানমার এবং ব্রিটিশ চেম্বার অব কমার্স মিয়ানমার।

এ সম্পর্কিত আরও খবর