ইইউ কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 10:17:54

জার্মান প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ভন ডার লেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইইউ -এর নেতৃত্ব দেবেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (১৬ জুলাই) ফ্রান্সের স্ট্রাসবুর্গের পার্লামেন্ট ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৭৪৭টি ভোটের মধ্যে ৩৮৩ ভোট পেয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন উরসুলা। প্রেসিডেন্ট জ্যান ক্লাউডির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।

১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন উরসুলা ভন ডার লেন। পেশায় একজন চিকিৎসক। ২০০৯ সালে জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০১৩ সালে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োজিত হন।

ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে ইউরোপের কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাবেন।

এ সম্পর্কিত আরও খবর