বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের নৌ-মহড়া রোববার

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ১ | 2023-08-28 01:11:47

রোববার থেকে বঙ্গোপসাগরে যৌথ নৌ-মহড়া শুরু করবে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত। তিন দেশের যৌথ মহড়ার মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতির নৌ-মহড়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিশেষজ্ঞরা মনে করছেন এ যৌথ মহড়া চীনের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করবে। তবে চীন সরকারের একজন মুখপাত্র বলেন, চীন আশা করছে এ ধরনের সম্পর্ক এবং সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে যাবে না। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এটি সহায়ক হবে। ২০১৪ সাল থেকে প্রতিবছর জাপান এই মহড়ায় যুক্ত হয়। ভারত সাগর ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে এই মহড়া চলে। দক্ষিণ চীন সাগরকে নিজেদের জলসীমা বলে দাবি করে বেইজিং। চীনের বিরোধিতার আশংকায় অস্ট্রেলিয়াকে এ বছর এই মহড়ায় যোগ দেয়ার অনুমতি দেওয়া হয়নি।

এ সম্পর্কিত আরও খবর