জাপানের অ্যানিমেশন স্টুডিওতে আগুন: নিহত ৩৩

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 16:17:28

জাপানের কিয়োটোর অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩-এ দাঁড়িয়েছে। এই ঘটনায় ডজনখানেক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ওই স্টুডিওর তিনতলা ভবনে আগুনের সূত্রপাত হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটির পুলিশ জানায়, স্টুডিওটি লক্ষ্য করে এক ব্যক্তি তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করে। পরবর্তীতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তবে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, তিনতলার প্রতিটি কক্ষই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘এ ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে।‘

এদিকে এই ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার অন্যতম একটি বলে আখ্যা দেওয়া হয়েছে।

কিয়োটোর ওই স্টুডিওতে সিনেমা ও গ্রাফিক্স তৈরির কাজ হতো। মানসম্পন্ন কাজের জন্য স্টুডিওটি বেশ জনপ্রিয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ড, নিহত ২৬

এ সম্পর্কিত আরও খবর