দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়ার দুঃখ প্রকাশ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 12:31:13

দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে রাশিয়া।

দক্ষিণ কোরিয়ার সিওলে অবস্থিত রাষ্ট্রপতির অফিস বলছে, রাশিয়া বলেছে যে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় তাদের সামরিক জেটের অনুপ্রবেশের বিষয়টি ইচ্ছাকৃত ছিল না।

বুধবার (২৪ জুলাই) দক্ষিণ কোরিয়া বলছে, রাশিয়ার একজন সেনা কর্মকর্তা এ ঘটনার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছেন।

এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সিওল বলেছে যে রাশিয়ার একটি সামরিক জেট দুই বার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

তবে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় আগে এ অভিযোগ অস্বীকার করেছিল।

দক্ষিণ কোরিয়ার ব্লু হাউস এক ব্রিফিংয়ে বলেছে, রাশিয়া এখন বলেছে, আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি ছিল অনিচ্ছাকৃত এবং অবিলম্বে এ ব্যাপারে তদন্ত শুরু করা হবে।

রাশিয়া আরও বলছে, সামরিক বিমানটি পরিকল্পিত রুট অনুযায়ী উড়লে তো এমনটা হওয়ার কথা ছিল না।

এদিকে, বুধবার এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কোনো বিমানই কোনো দেশের আকাশসীমায় অনুপ্রবেশ করেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাপান সাগর ও পূর্ব চীন সাগরের ওপর দিয়ে জেটটি চীনের যুদ্ধবিমানের সঙ্গে যৌথভাবে আকাশে টহল দিচ্ছিল। দুই দেশের এমন যৌথ আকাশ টহল এটিই প্রথম।  

এ সম্পর্কিত আরও খবর