লিবিয়া উপকূলে ১১৫ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 15:30:48

লিবীয় উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে ১১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবির ঘটনাটি দেশটির এক নৌ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে এই দুর্ঘটনাটি ঘটে।

ইউএন এর শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ১৫০ জন শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করছে। সংস্থাটির প্রধান ফিলিপো গ্র্যান্ডি টুইটারে লিখেছেন, ‘ভূমধ্যসাগরে এই বছরের সবচেয়ে খারাপ ঘটনা এটি’।

উদ্ধার হওয়া মরদেহ, ছবি: সংগৃহীত

 

কাঠের নৌকায় প্রায় ২৫০ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে বেশিরভাগ যাত্রী আফ্রিকা ও আরব দেশের নাগরিক। দেশটির নৌবাহিনীর জেনারেল কাছেম জানিয়েছেন, উপকূল থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত মাত্র ১টি মরদেহ উদ্ধার হয়েছে।

রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বের আল খোমস শহর থেকে যাত্রা করেছিল ওই নৌকাটি। নিখোঁজ শরণার্থীদের উদ্ধারে অভিযান চলছে।

এ সম্পর্কিত আরও খবর