উত্তর ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৮

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 06:27:04

উত্তর ফিলিপাইনের দ্বীপপুঞ্জে স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) দিনগত মধ্য রাতে একের পর এক ভূমিকম্পে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে। ধসে পড়া ঘরবাড়ি জরুরি ভিত্তিতে খোঁজা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউজিএস) সূত্র বলছে, রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে রিখটার স্কেলে ৫.৪ ও ৫.৯ মাত্রায় ফিলিপাইনের বাটানেস প্রদেশে এ ভূমিকম্প হয়। এতে দেশের বৃহত্তম লুজন দ্বীপের উত্তরে কম জনবসতির দ্বীপগুলোর রাস্তায় গভীর ফাটল দেখা দেয়।

ফিলিপাইনে ভূমিকম্পে বিধ্বস্ত ভবন, ছবি: সংগৃহীত

 

দ্বীপগুলোর আতঙ্কিত বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং ভূমিকম্পের আফটার শকের শঙ্কায় সতর্কতা হিসেবে রোগীদের হাসপাতাল থেকে বাইরে নিয়ে যাওয়া হয়।

কোনো স্থাপনায় জীবিত কেউ আটকা পড়ে আছেন কি না, তা অনুসন্ধানে নেমেছেন উদ্ধার কর্মীরা।


 

এ সম্পর্কিত আরও খবর