গরুও ক্লাস করতে চায়!

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 18:32:55

পড়ালেখায় যাদের মনোযোগ নেই বা সহজ কোনো বিষয় যারা বুঝতে পারেন না তাদেরকে ‘মাথায় গরুর গোবর আছে’ বলে মশকরা করা হয়ে থাকে। কিন্তু এই বাক্যটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

কারণ গরুও এখন শিক্ষিত হতে চায়। পড়াশোনার জন্য ক্লাসেও আসে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বম্বে নামে ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমনটাই ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ইন্সটিউটের ক্লাস রুমে হঠাৎ প্রবেশ করে দুই শিংওয়ালা একটি গুরু। তার গায়ের রঙ ধূসর সাদা ও কালো। তবে তাকে দেখে খুশি হতে পারেননি ক্লাসের শিক্ষার্থীরা। উল্টো তারা একটু ভয়ই পেয়েছেন। কারণ গরুটিকে বের করা যাচ্ছিল না।

এই ভিডিও দেখে অনেকের মনে প্রশ্ন, গরুও কি তাহলে মানুষ হল?

যদিও কর্তৃপক্ষের দাবি, ভিডিও দেখে তারা বুঝতে পারেনি, কোথা থেকে, কীভাবে, কোন ক্লাসে ঢুকে পড়েছিল গরুটি। তবে বিষয়টি তারা খতিয়ে দেখছে।

তবে ছাত্রদের দাবি, বাইরে তখন ঝমঝমিয়ে বৃ্ষ্টি পড়ছিল। তার থেকে বাঁচতেই নাকি ক্লাসে ঢুকে পড়েছিল গরুটি।

এ সম্পর্কিত আরও খবর