টেক্সাসে শপিং মলে বন্দুকধারীদের হামলা, নিহত ২০

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 09:48:49

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের পশ্চিমাঞ্চলীয় শহর এল পাসোর একটি শপিং মলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৩ জন আহত হয়েছেন।

শনিবার (০৩ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির পুলিশ জানায়, এ ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন প্যাট্রিক ক্রশিয়াস (২১) নামে একজনকে আটক করা হয়েছে।

সন্দেহভাজন প্যাট্রিক ক্রশিয়াস (২১)

 

নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া হামলার পেছনে কতজন আছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বর্তমানে স্থানীয় সবাইকে সে এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করেছেন এল পাসো শহরের পুলিশ।

সিসি টিভির ভিডিও ফুটেজে বন্দুকধারী

 

এল পাসো শহরের মেয়র ডি মার্গো বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। এল পাসো শহরে এ ধরনের ঘটনা ঘটতে পারে, এমনটি আমরা কখনও ভাবিনি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গুলির ঘটনায় বহু লোক হতাহত হয়েছেন। তবে এ সংখ্যা কত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পুলিশের এক মুখপাত্র জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

এক টুইটার বার্তায় হামলাটিকে 'ভয়াবহ' হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন,

টেক্সাসে শপিং মলে বন্দুকধারীদের হামলা, বহু লোক হতাহত

এ সম্পর্কিত আরও খবর