পশ্চিমবঙ্গে ট্যারেন্টুলা আতঙ্ক

, আন্তর্জাতিক

সম্রাট সরকার, কলকাতা প্রতিনিধি | 2023-08-23 05:00:29

আফ্রিকার জঙ্গল নয় ট্যারেন্টুলা আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ। ইতিমধ্যেই একটি মাকড়শাকে ধরে পশ্চিমবঙ্গের বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন তাঁরা। ঐ এলাকার একটি বাড়ি থেকে রোববার (২০ মে) এই মাকড়শাটি উদ্ধার হয়েছে।

ট্যারেন্টুলার কামড়ে মানুষের শরীরে বিষক্রিয়া হতে পারে। যা শরীরে বড় মাপের ক্ষতির কারণ হতে পারে। জানা গেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকার একটি বাড়ির রান্না ঘর থেকে এই বিষাক্ত মাকড়শাটি উদ্ধার করা হয়েছে। যদিও এই মাকড়সার দ্বারা ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।

স্থানীয় সূত্র মারফৎ জানা গেছে এর আগেও এলাকায় আগেও ট্যারেন্টুলা দেখা গিয়েছিল । বারবার এই বিষাক্ত মাকড়শা দেখা দেওয়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর