ইসরায়েলের চূড়ান্ত টার্গেট তুরস্ক: তুরস্কের সাবেক অ্যাডমিরাল

, আন্তর্জাতিক

আর্ন্তজাতিক ডেস্ক | 2023-03-08 10:46:13

ইসরাইলের চূড়ান্ত টার্গেট তুরস্ক বলে মন্তব্য করেছেন তুরস্কের সাবেক এ্যাডমিরাল সনার পোলাত।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়ানি শাফাককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় ইসরাইলের অগ্রগতি মানে তারা তুরস্কের কাছাকাছি চলে আসা।

সাক্ষাতকারে পোলাত, ফিলিস্তিন ও সিরিয়ার মানবিজসহ সঙ্ঘাতপূর্ণ কয়েকটি এলাকা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, সিরিয়ায় পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া ও তুরস্কের বিজয় ফিলিস্তিনি এবং জেরুজালেমকে অবশ্যই প্রভাবিত করছে। এজন্য তুরস্ক ইসরাইলের চূড়ান্ত টার্গেটে পরিণত হয়েছে।

তুরস্কের সামরিক বাহিনীর এই বিশেষজ্ঞ বলেন, ইসরাইল যেভাবে তার সামরিক কৌশল ঠিক করছে, আঞ্চলিক স্থাপনাগুলো যেভাবে সাজাচ্ছে তাকে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা তুরস্ককে টার্গেট করেছে।

তিনি বলেন, ইসরাইল, সৌদি আরব, আরব আমিরাত এবং মিশর যে জোট করেছে তা শুধু তাদের জনগণের জন্য হুমকি নয়, বরং মানবতার জন্য হুমকি।

 

এ সম্পর্কিত আরও খবর