কাশ্মীর পরিস্থিতিতে এরদোগান ও মাহাথিরের উদ্বেগ প্রকাশ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 05:38:29

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন মাহাথির ও তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান ভারতের অধিকৃত কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার (৫ আগস্ট) পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদের খবরে জানানো হয়, সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য দেওয়া হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান

 

বিবৃতিতে জানানো হয়, ভারতের এ ঘোষণা জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের (ইউএনএসসি) প্রস্তাবের বিরুদ্ধে যায় বলে বলেন মাহাথির। এতে করে দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি বিনষ্ট হতে পারে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন মাহাথির ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

 

তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠানে ইমরান খানের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় ছিলেন।

এদিকে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান যে কোন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইমরান খান এরদোগানের সঙ্গে ফোনালাপের সময় বলেন, ভারতের এই অবৈধ পদক্ষেপের ফলে কাশ্মীরে নিরাপত্তা ও শান্তিতে মারাত্মক প্রভাব ফেলবে।

আজ সোমবার কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। এখানে ৩৭০ ধারার পাশাপাশি ৩৫-এ ধারাও বাতিলের প্রস্তাব করা হয়েছে। এখন এই দুই ধারা বাতিল করে কাশ্মীরকে ভেঙে দুই টুকরো করার ঘোষণা দিয়েছেন অমিত শাহ।

এ সম্পর্কিত আরও খবর