অসাধারণ রাজনৈতিক নেতা ছিলেন সুষমা: রাহুল গান্ধী

, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 10:41:09

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির রাজনৈতিক মহলে। সুষমা বন্দনায় মেতে উঠেছেন দেশটির রাজনৈতিক নেতারা। সেই স্রোতে বাদ যায়নি বিজেপির প্রধান বিরোধীদল কংগ্রেসও।

দলটির সদস্য রাহুল গান্ধী মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এক টুইট বার্তায় বলেন, ‘সুষমা স্বরাজের মৃত্যুর খবরে হতভম্ব। তিনি ছিলেন একজন অসাধারণ রাজনৈতিক নেতা, সুবক্তা ও ব্যতিক্রমী পার্লামেন্টারিয়ান, যিনি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা রাখতেন।’

‘সুষমার মৃত্যুতে এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। তার আত্মা শান্তি পাক। ওম শান্তি’, যোগ করেন রাহুল।

তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা ব্যানার্জি টুইটে বলেন, ‘সুষমা স্বরাজের হঠাৎ চলে যাওয়ার খবরে আমি হতভম্ব, শোকাহত। ১৯৯০ সাল থেকে তাকে আমি চিনি। যদিও আমাদের মতাদর্শে পার্থক্য আছে, কিন্তু আমরা একত্রে বেশকিছু আন্তরিক সময় সংসদে কাটিয়েছি। তিনি ছিলেন অসাধারণ রাজনীতিবিদ, নেতা, খুব ভালো মানুষ। তার অভাব ভীষণ অনুভব করব।’

উল্লেখ্য, মঙ্গলবার (৬ আগস্ট) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সুষমা স্বরাজ মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

এ সম্পর্কিত আরও খবর