কেরালায় বন্যায় ২২ জনের মৃত্যু, রেড এলার্ট জারি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 15:34:08

ভারতের দক্ষিণের অঙ্গরাজ্যে কেরলায় মৌসুমি বন্যায় ২২ জন মৃত্যু হয়েছে। রাজ্যে সরকার কেরালার ৯টি জেলায় রেড এলার্ট জারি করেছে।

শুক্রবার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বন্যায় পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কোচি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার থেকে কেরালার সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়।  

ইতোমধ্যে রাজ্য সরকারের এক বিবৃতিতে কেরালায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়। রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৯টি জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে। তার মধ্যে ওয়ানাড, ইডুক্কি, মালাপুরাম এবং কোঝিকোডের অবস্থা বেশি খারাপের দিকে যাচ্ছে বলেও জানানো হয়।

এদিকে বন্যায় ২২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা দুর্গতদের জন্য ৩১৫টি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছে রাজ্যে সরকার।

এ সম্পর্কিত আরও খবর