মায়ের গাড়ি চুরি করে চালাতে গিয়ে ধরা পড়ল ৮ বছরের শিশু

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 00:26:09

জার্মানিতে ৮ বছরের এক ছেলে মধ্যরাতে মায়ের গাড়ি চুরি করে চালাতে গিয়ে পুলিশ হাতে ধরা পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে অজ্ঞাত এক ছেলে গাড়ি চালানো অবস্থায় জার্মানির ডরমুন্ট শহরের দিকে যাওয়ার পথে পুলিশের নজরে আসে। পরবর্তীতে পুলিশ ছেলেটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। 

প্রতিবেদনে জানানো হয়, ছেলেটির বাড়ি জার্মানির সসেস্ট শহরে। যেখানে তাকে পাওয়া যায় (ডরমুন্ট) সেখান থেকে তার বাড়ি ৫১ কিলোমিটার দূরে।

 

এ নিয়ে স্থানীয় সসেস্ট পুলিশ কর্তৃপক্ষ ফেসবুকে এক পোস্ট শেয়ার করে। পোস্টে আটককৃত ৮ বছরের ছেলেটির কথা তুলে ধরা হয়। সেখানে সে বলে, 'আমি শুধুমাত্র একটু চালিয়ে দেখতে চাইছিলাম।' তারপর সে কান্নায় ভেঙে পড়ে।

পুলিশ আরও জানায়, মধ্যরাতে ছেলেটি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিল। সৌভাগ্যক্রমে কোনো দুর্ঘটনা ঘটেনি।

এদিকে, ছেলেটির মা মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে (১টা ১৫ মিনিটে) থানায় একটি  মিসিং ডায়েরি  করেন।

তিনি বলেন, মধ্যরাতে তার ঘুম ভেঙে গেলে সে তার ছেলেকে বাড়িতে খুঁজে পাচ্ছিল না। একইসঙ্গে তার ব্যক্তিগত গাড়িটিরও খোঁজ পাচ্ছিলেন না।

তিনি পুলিশের কাছে বলেন, 'এর আগেও তার ছেলে ড্রাইভিং করেছে কিন্তু তার বাড়ির সীমানার ভিতরে থেকে।' 

এ সম্পর্কিত আরও খবর