৮০ বছর পর পোল্যান্ডের কাছে ক্ষমা চাইল জার্মানি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 04:47:39

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর পোল্যান্ডের কাছে ক্ষমা চাইলেন জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের মানুষের দুর্দশা ও নাৎসি হত্যাকাণ্ড ছিল 'জার্মানির ঐতিহাসিক ভুল' বলেও আখ্যা দেন তিনি।

১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর ইতিহাসের এই দিনে হিটলারের নেতৃত্বে জার্মানির নাৎসি বাহিনী এক বর্বর হত্যাকাণ্ড চালায়।

রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে পোল্যান্ডের উইলুনের ছোট্ট শহরে এ দিনের স্মরণে আন্তর্জাতিক পর্যায়ের ৩০ নেতা উপস্থিত ছিলেন। এসব নেতাদের মধ্যে জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়ার ও ইউএস-এর ভাইস প্রেসিডেন্ট মাইক উপস্থিত ছিলেন।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের নিহতের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পোল্যান্ডের প্রায় ৩০ লাখ মানুষ নিহত হয় এ যুদ্ধে।

এ সময় নিহতদের স্মরণে পোল্যান্ডের প্রেসিডেন্ট দুদা বলেন, এ যুদ্ধ ছিল কোনো নিয়ম ছাড়া এবং ধ্বংসাত্মক।   

জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়ার বলেন, আমি মাথা নত করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং নাৎসি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আমি ক্ষমা প্রার্থনা করছি।

ফ্লোরিডার ঘূর্নিঝড়ের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডের এ স্মরণসভায় যোগ দিতে পারেননি।

এ সম্পর্কিত আরও খবর