'আমরা দু'জনই পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি'

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 09:33:25

ভারতের এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া ও উইং কামান্ডার অভিনন্দন বর্তমান ভারতের আকাশ সীমানায় একসঙ্গে মিগ-২১ বিমান চালালেন। এর মধ্যে দিয়ে তারা নতুন একটি অধ্যায়ের সূচনা করলেন। কারণ তারা দুজনেই পাকিস্তানের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া বড় দুটি আক্রমণের সেনা নায়ক।

এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া ১৯৯৯ সালে কাশ্মীরের কার্গিলে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। আর তখনও তিনি মিগ-২১ চালিয়ে আক্রমণের নেতৃত্ব দেন। এদিকে এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে একটি জঙ্গি শিবিরে হানা দেওয়ার সময় মিগ-২১ বিমান চালিয়েছিলেন অভিনন্দন।

সোমবার (২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিনন্দন ও ধানোয়া পাঠানকোট থেকে যাত্রা শুরু করে প্রায় ৩০ মিনিট ধরে মিগ-২১ বিমান চালান। আর এর মধ্যে দিয়ে অভিনন্দন বর্তমান আবারও তার কাজে ফিরেছেন।

এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া বলেন, অভিনন্দনের সঙ্গে উড়তে পারার এ সুযোগ পেয়ে আমি আনন্দিত। ১৯৯৯ সালে আমিও একই পরিস্থিতিতে পড়েছিলাম।

তিনি আরও বলেন, আমাদের দু’জনকেই মিগ-২১ চালিয়ে যুদ্ধের নেতৃত্ব দিতে হয়েছে। আমরা দু’জনই পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি।

এ সম্পর্কিত আরও খবর