আদম বেপারি আমিনের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 07:28:54

 
 
ঢাকা: বাংলাদেশি আদম ব্যবসায়ী দাতুক আমিনের সঙ্গে কখনোই দেখা হয়নি বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন। তবে ১৪তম জাতীয় নির্বাচনের আগে দাতুক আমিনের মাধ্যমে ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। 
 
মুহিউদ্দিন জানিয়েছেন, স্বতন্ত্রভাবে তিনি কাউকে চেনেন না। এছাড়াও বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়েও কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন সদ্য দ্বায়িত্ব পাওয়া এই স্বরাষ্ট্রমন্ত্রী।
 
তিনি বলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মহাসচিবকে বলবো বিষয়টি সর্ম্পকে আমাকে পূর্ণাঙ্গ ধারণা দিতে। কি কারনে নির্বাচনের আগে ৮০ হাজার বাংলাদেশিকে আনার অনুমতি দেয়া হয়েছে, সেটি খতিয়ে দেখা হবে। 
 
 
রোববার (জুন ৩, ২০১৮) এক বিবৃতিতে তিনি বলেন, যদি প্রকৃতপক্ষে এ ধরনের কোন সমঝোতা থেকে থাকে, সেটি পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 
 
সাবেক এই উপ-প্রধানমন্ত্রী বলেছেন, যারা দেশের আইন ভঙ্গ করেছে এবং ঝুঁকিতে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
 
 
 
 
 

এ সম্পর্কিত আরও খবর