মুক্তি পাচ্ছেন ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারের সাত ক্রু

এশিয়া, আন্তর্জাতিক

ফিচার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 13:45:36

আটক ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারের সাত ক্রুকে মুক্তি দিচ্ছে ইরান। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে আটক এই ব্রিটিশ ক্রুদের অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে বলে এক ঘোষণায় জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি।

মানবিক প্রেক্ষাপট বিবেচনা করে ক্রুদের মুক্তি দেওয়া হচ্ছে বলে জানানো হয় ঘোষণাটিতে।

মুসাভি বলেন, জাহাজটি ইরানের জলসীমা লঙ্ঘন করেছিল বলেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাদের সাথে আমাদের দেশের ব্যক্তিগত কোনো সমস্যা নেই।

তিনি আরো জানান, ব্রিটিশ ক্রুদের ব্যাপারে তদন্ত সম্পন্ন করার পর এবং লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর তাদের কাউকে কাউকে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ৩০ হাজার টন তেল বহনকারী জাহাজ স্টেনা ইমপেরোকে ইরানের জলসীমা থেকে আটক করা হয় গত ১৯ জুলাই। হরমুজ প্রণালী থেকে জাহাজটি আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আটকের আগে আগে ইরানের একটি মাছ ধরার ট্রলারকে ধাক্কা দিয়েছিল ট্যাঙ্কারটি।

এদিকে, জাহাজের ক্রুদের মুক্তির খবরে খুশি জাহাজটির মালিক। তিনি বলেন, আমরা আশা করি শিগগিরই ইরান বাকি ক্রুদেরও মুক্তি দেবে এবং তারা ফিরে আসতে পারবে পরিবারের কাছে।

এ সম্পর্কিত আরও খবর