বাহামায় ডোরিয়ানের আঘাত নিউক্লিয়ার বোমার মতো

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 20:45:46

বাহামায় ঘূর্ণিঝড় ডোরিয়ানের তাণ্ডবে ফলে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এটাকে নিউক্লিয়ার বোমার সঙ্গে তুলনা করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) প্রধান মার্ক গ্রিন।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দ্বীপপুঞ্জের এ অঞ্চলটি তিনি পরিদর্শন করেন বলে সোমবার (৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ে বাহামায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। ৩০০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ডোরিয়ান এই অঞ্চলে গত রোববার (১ সেপ্টেম্বর) আঘাত হানে।

এতে প্রায় ৯০ ভাগ স্থাপনা ভেঙে পড়েছে। ৩৫০০ মানুষ নাসাউতে আশ্রয় নিয়েছে। এই দ্বীপপুঞ্জে প্রায় চার লাখ মানুষের বসবাস। তাদের মধ্যে ৭০ হাজারের খাদ্য সহায়তা প্রয়োজন বলে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে।

এদিকে ইউএসএআইডি ক্ষতিগ্রস্তদের নিরাপদ পানি, খাদ্য, স্বাস্থ্য সেবা ও তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর