পুনরায় নিউক্লিয়ার সংলাপ শুরু করতে চায় উত্তর কোরিয়া

এশিয়া, আন্তর্জাতিক

ফিচার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 05:20:54

সেপ্টেম্বরের শেষদিকে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক-নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে আগ্রহী উত্তর কোরিয়া, জানিয়েছেন দেশটির সহ-পররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই।

তিনি জানান, দুই দেশের সম্মতিক্রমে সাজানো একটি প্ল্যাটফর্মে আলোচনা আবার শুরু করতে আগ্রহী তারা।

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও আলোচনা শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পর হুইয়ের কাছ থেকে আসলো এই বিবৃতি।

তাঁর এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই অবশ্য দুটি স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে উত্তর কোরিয়া থেকে।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ধারাবাহিকতায় এটিই ছিল সর্বশেষ সংযোজন।

উল্লেখ্য, গত বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম সাক্ষাতে উত্তর কোরিয়ার নেতা কিম জং সুন কোরীয় উপদ্বীপে “সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ”-এর ব্যাপারে একমত হন। তবে, তখনও কিভাবে এবং কখন তা করা হবে, সেই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পরে, এ বছরের ফেব্রুয়ারিতে হ্যানয়ে তাদের পরবর্তী সাক্ষাতে এ ব্যাপারে অবশ্য খানিকটা অগ্রগতি হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর