আইফোন-১১-এর ক্যামেরা নিয়ে মালালার হাস্যরস

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 14:11:15

বাজারে আইফোন-১১ চলে আসার ঘোষণায় উল্লসিত আইফোন প্রেমীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কুপারটিনোর স্টিভ জব থিয়েটারে আইফোন ১১ উন্মোচন করে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

আইফোন-১১’র নানা আকর্ষণীয় ফিচারের মধ্যে সবচেয়ে নজর কেড়েছে তিন ক্যামেরা। আইফোন-১১ প্রো এবং প্রো ম্যাক্সের ব্যাক প্যানেলে দেখা যাবে বহুল আলোচিত ট্রিপল ক্যামেরা সেটআপ। 

অনেকে ক্যামেরার নকশা নিয়েও হাস্যরস করছে। সেই দলেই যোগ দিয়েছেন নোবেল বিজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই।

টুইটার পেজে একটি ছবি শেয়ার করেন মামালা। যাতে দেখা যায়, নীল রংয়ের একটি জামায় অ্যামব্রয়ডারি করানো আছে। যার নকশা অনেকটা নতুন উন্মোচিত আইফোন-১১ এর ক্যামেরার নকশার মতোই।

২২ বছর বয়সী তরুণী মালাল ক্যাপশন দেন, ‘ব্যাপারটা পুরোটাই কাকতলীয়। আইফোন-১১ যেদিন বাজারে এল আমিও সেদিন এই জামাটাই পড়েছিলাম।’

এরপরই মালালার টুইটটি নিয়ে সাড়া পড়া যায় নেট দুনিয়ায়।

মালালার সঙ্গে তাল মিলিয়ে আরো অনেকেই আইফোন-১১ নকশা নিয়ে কৌতুকে মেতে উঠেন।

উল্লেখ্য, আইফোন-১১ তে ব্যবহৃত ক্যামেরার তিনটি লেন্সের মধ্যে ১টি ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, টেলিফোটো এবং ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। যা দিয়ে পেশাদার ভিত্তিক ফটোগ্রাফি এবং ভিডিও ধারণ করা যাবে। এছাড়া 4X রেজুলেশনে ৬০ ফ্রেম পার সেকেন্ড ভিডিও ধারণ করা যাবে।

এছাড়াও ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে, প্রফেশনাল কালার গ্রেডিং, অটো ফোকাস, টেম্পারেচার এবং ৪ক্স অপটিক্যাল জুম।

এ সম্পর্কিত আরও খবর