‘পশ্চিমতীর দখলের চিন্তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-26 04:07:55

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরের সম্প্রসারণ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মতে এটি করা হলে সেটি হবে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক বার্তায় গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক এ কথা জানান।

তিনি বলেন, মহাসচিব মনে করেন এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ ফের আলোচনা শুরুর এবং আঞ্চলিক শান্তির সম্ভাবনার জন্য ক্ষতিকারক হবে। এছাড়া এটি দ্বি-রাষ্ট্র সমাধান নীতির সম্ভব্যতার জন্যও মারাত্মক ক্ষতির কারণ হবে।

আগামী ১৭ সেপ্টেম্বর ইসরায়েলে নির্বাচন। বিজয়ী হতে পারলে ফিলিস্তিনের পশ্চিমতীরের জর্ডান উপত্যকা দখল ও উত্তরাঞ্চলীয় ডেড সি পর্যন্ত ইসরায়েলের সীমানা সম্পসারণের প্রতিশ্রুতি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

নির্বাচনের আগে নেতানিয়াহু এমন উষ্কানিমূলক প্রতিশ্রুতি ব্যক্ত করায় আরব লীগের পক্ষ থেকে নিন্দা জানানো হয়।

বুধবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েল যদি পশ্চিম তীরে তাদের সীমানা সম্প্রসারণ করে তাহলে শান্তি প্রতিষ্ঠার ন্যূনতম সুযোগটিও নষ্ট হয়ে যাবে।

এ সম্পর্কিত আরও খবর