গৃহকর্মী মারধরের ঘটনায় সৌদি রাজকন্যার কারাদণ্ড

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 22:27:02

গৃহকর্মী মারধরের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমানকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের আদালত। এ ঘটনায় হাসা বিনতের দেহরক্ষী সহযোগিতা করায় তাকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফ্রান্সের আদালত থেকে এ রায় দেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

আদালতে বলা হয়, গৃহকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মারধর করার ঘটনায় রাজকন্যা ও তার দেহকর্মী দোষী সাব্যস্ত হয়েছেন। রাজকন্যা হাসা বিনতে সালমানকে ১০ মাসের কারাদণ্ড ও ১১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এ কাজে হাসার দেহরক্ষী সহযোগিতা করায় তাকে  ৮ মাসের কারাদণ্ড ও ৫ হাজার ডলার জরিমানা করা হয়।

তিন বছর আগে রাজকন্যা হাসার প্যারিসের অ্যাপার্টমেন্টে গৃহকর্মীকে মারধর ও অপমানের ঘটনায় আদালত এ আদেশ দেন।

মামলারবাদী ফ্রেঞ্চ নাগরিক আশরাফ বলেন, 'ছবি তোলার মিথ্যা অভিযোগে রাজকন্যার আদেশে তার দেহরক্ষী তাকে রশি দিয়ে বেঁধে মারধর করেন।' 

এমনকি এ ঘটনায় রাজকন্যার পায়ে চুমু দিতে বাধ্য করা হয়। তার মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি। 

এদিকে আদালতের এ রায়ে সন্তুষ্ট নয় হাসা বিনতের আইনজীবী। আইনজীবী এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও এ ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই বলে জানান। এমনকি এ মামলা নিয়ে উচ্চ আদালতে যাবেন বলেও জানান সৌদি রাজকন্যার এ আইনজীবী।

যদিও সৌদি রাজকন্যা হাসা ও তার দেহরক্ষী দুজনেই এ ঘটনা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর