সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 22:08:45

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা করা হয়েছে। এ হামলার ফলে তেল স্থাপনা দুটিতে আগুন লেগে যায়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রথমে সৌদির মালিকানাধীন আর্মকোর কোম্পানির আবাকাইক তেল স্থাপনায় ড্রোন হামলা করা হয়।

ভিডিও ফুটেজে এ তেল স্থাপনা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বিশাল কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।

এর পরই দ্বিতীয় ড্রোন হামলায় দেশটির পশ্চিমে অবস্থিত খুরাইশ তেল স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটে।

তবে এখন আগুন নিয়ন্ত্রণে আছে বলে দেশটির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে দেশটির সংবাদমাধ্যমে এ হামলার পিছনে কে বা কারা জড়িত সেটা এখনও নিশ্চিত করেনি।

স্থানীয় সময় ভোর ৪টায় সৌদি প্রেস এজেন্সির বরাতে জানানো হয়, আর্মকোর নিরাপত্তা বাহিনী আবাকাইক ও খুরাইস স্থাপনা দুটিতে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

সৌদি আরবের পূর্ব প্রদেশ দাহরানের ৬০ কিলোমিটার দূরে আবাকাইক তেল স্থাপনার অবস্থান। এবং দাহরানের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২০০ কিলোমিটার দূরে খুরাইশ তেল স্থাপনার অবস্থান। খুরাইশ তেল স্থাপনা দেশটির দ্বিতীয় বৃহত্তর তেল স্থাপনা।

এ সম্পর্কিত আরও খবর