মেক্সিকো সীমান্তে ৪৪ মরদেহ উদ্ধার

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 02:59:01

মেক্সিকোর সীমান্তবর্তী শহর গুয়াদালাজারের শেষ সীমানায় পলিথিন ব্যাগ ভর্তি ৪৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানায়, দেশটির ফরেনসিক বিভাগ থেকে এ মরদেহগুলোকে শনাক্ত করা হয়েছে।

দেশটির ফরেনসিক বিভাগ থেকে দেওয়া এক বরাতে জানানো হয়, মরদেহগুলোকে ছোট ছোট টুকরো করে ১১৯টি আলাদা ব্যাগে রাখা হয়েছিল। ফলে মরদেহগুলো শনাক্ত করতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, পাশের এলাকা থেকে বাজে গন্ধ পেয়ে পুলিশে অভিযোগ করা হয়। পুলিশ পরে খোঁজ নিয়ে গতকাল এ মরদেহগুলোর সন্ধান পান। একসঙ্গে এত বেশি সংখ্যক মৃত্যুর ঘটনায় দেশটির পুলিশ মরদেহ শনাক্ত করতে ব্যর্থ হলে ফরেনসিক বিভাগ থেকে শনাক্তের কাজ করা হয়। 

দেশটির কর্তৃপক্ষ থেকে এখনও পর্যন্ত এ ঘটনায় কে বা কারা জড়িত আছে তা জানানো হয়নি। মরদেহগুলো তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় দেশটির পুলিশ।  

উল্লেখ্য, মেক্সিকোর গুয়াদালাজার শহরটি মাদকের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। 

এ সম্পর্কিত আরও খবর