নারীদের জন্য বিপজ্জনক দেশের তালিকার সবার উপরে রয়েছে ভারতের নাম। থমসন রয়টার্স নামক ফাউন্ডেশনের এক গবেষণায় বিষয়টি উঠে আসে। সংস্থাটি নারীদের জন্য বিপজ্জনক ১০টি দেশের তালিকা প্রকাশ করে।
ভারতের পরের স্থানগুলোতে যথাক্রমে রয়েছে- আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, সৌদি আরব, পাকিস্তান, কঙ্গো, ইয়েমেন, নাইজেরিয়া এবং আমেরিকা।
৫৫০ জন বিশেষজ্ঞ দ্বারা এ গবেষণা কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। নারী নির্যাতন, মানব পাচার, জোরপূর্বক বিয়ে, জোরপূর্বক কাজ করানো এবং যৌন দাসত্ব এসবের ওপর ভিত্তি করে এ গবেষণা চালানো হয়।
চলতি বছরের মার্চ ও মে মাসে এটি পরিচালিত হয়। গবেষণায় শিক্ষাবিদ, স্বাস্থ্যসেবা কর্মী, বেসরকারি সংস্থার কর্মী, নীতি নির্ধারক, উন্নয়ন বিশেষজ্ঞদের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়।
তবে তালিকায় আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, সৌদি আরব, পাকিস্তান, কঙ্গো, ইয়েমেন, নাইজেরিয়ার মতো দেশগুলো স্থান পেলেও দশম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম আসাতে অনেকেই অবাক হয়েছেন।