৫৪ ঘণ্টা সাঁতরে রেকর্ড গড়লেন ক্যানসার আক্রান্ত নারী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 17:48:36

সাঁতরে একটানা ৪ বার যুক্তরাজ্যের ইংলিশ চ্যানেল পার করলেন ক্যানসার আক্রান্ত এক নারী। যুক্তরাষ্ট্রের কলরাডোর বাসিন্দা সারাব থামাস (৩৭) এই অসম্ভবকে সম্ভব করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে তিনি এই যাত্রা শুরু করেন। দীর্ঘ ৫৪ ঘণ্টায় ১৩০ মাইল সাঁতার কেটে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিনি এই ল্যান্ডমার্ক স্পর্শ করেন।

ইংলিশ চ্যানেল রুট ম্যাপ

 

চ্যানেলটি পার হওয়ার জন্য তাকে ৮০ মাইল পার হতে হতো। কিন্তু জোয়ারের কারণে তাকে ৫০ মাইল বেশি পাড়ি দিতে হয়েছে।

উপকূলে আসার পর বিবিসিকে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে এইটা আমি করেছি। আর এত লোক এসেছে আমাকে উৎসাহ দিতে যা দেখে আমি স্তব্ধ।’

তিনি তার জয় সকল ক্যানসার আক্রান্ত মানুষকে উৎসর্গ করেন।

তিনি আরও বলেন, ‘আমি ক্লান্ত। আমার এখন বিশ্রামের দরকার।’

সারাব থামাস 

 

তার এই কাজের পর অনেকে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে না থেমে শুধুমাত্র চারজন পুরুষ ইংলিশ চ্যানেল পার করতে পেরেছেন। কিন্তু থমাসই প্রথম নারী, যিনি রেকর্ড গড়েছেন।

এ সম্পর্কিত আরও খবর