মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, স্কুল-কলেজ বন্ধ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 08:11:20

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় ভারতের মুম্বাইসহ এর পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলের স্কুল ও কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।

পিটিআই এর তথ্য মতে, আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমন তথ্যের উপর ভিত্তি করে সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।

এ বিষয়ে স্থানীয় শিক্ষামন্ত্রী আশীষ শেলার এক টুইটার বার্তায় বলেন, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) মুম্বাই, থানে ও কোঙ্কন অঞ্চলের সমস্ত স্কুল এবং জুনিয়র কলেজগুলোর ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় অবস্থার ভিত্তিতে মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলে জেলা কালেক্টররা এ সিদ্ধান্ত নিয়েছে।’

বৃষ্টিপাতের ফলে ফ্লাইট বিলম্ব

 

দেশটির আবহাওয়া বিভাগের উপ-মহাপরিচালক কে এস হোসালিকর জানিয়েছেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে মুম্বাইয়ের শহরতলিতে ভারী বৃষ্টি হয়েছে। এ সময় তিন ঘণ্টার মধ্যে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মুম্বাই ছাড়া পালঘর ও থানায়ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ভারী বৃষ্টিপাতের ফলে শহরটিতে ফ্লাইট বিলম্ব ও ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর