আফ্রিকার দেশ তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলী সৌদি আরবে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি ২৩ বছর ধরে তিউনিসিয়ার নেতৃত্ব দিয়েছিলেন এবং স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কৃতিত্ব অর্জন করেছিলেন।
বেন আলী ১৯৮৭ সালের ৭ নভেম্বর সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। তার স্বৈরশাসনের বিরুদ্ধে ২০১১ সালে ব্যাপক গণ-অভ্যুত্থান শুরু হয়। স্বৈরশাসনে অতিষ্ঠ সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক আন্দোলনের মুখে ওই বছর সৌদি আরবে পালিয়ে যান তিনি।
তিউনিশিয়ায় শুরু হওয়া এই বিপ্লব পরবর্তীতে ‘আরব বসন্ত’ নামে আরব বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়।
বেন আলীর পতনের পর মিসরের হোসনি মোবারক, লিবিয়ার মোয়াম্মার আল গাদ্দাফির মতো নেতারা ক্ষমতা ছাড়তে বাধ্য হন।