মন্ত্রীদের জন্যে মাহাথিরের 'নো গিফট' পলিসি

, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 12:44:21

ঢাকা: পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মালয়েশিয়া। গত দুই দশকের অব্যবস্থাপনা আর দুর্নীতিকে ঝেড়ে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমূল সংস্কার আনতে চাইছেন মাহাথির মোহাম্মদ।  পাকাতান হারাপান সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নতুন এক আদেশ দিয়েছেন।  আদেশ অনুযায়ী মন্ত্রীরা কোন ধরনের উপহার গ্রহণ করতে পারবেন না।

প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ বলেন, সরকার ‘নো গিফট’ বা 'উপহার নয়' নীতি নিয়ে এগোচ্ছে। মন্ত্রীরা বা তাদের রাজনৈতিক সচিবরা কোন ধরনের উপহার গ্রহণ করতে পারবেন না। বর্তমানে এই নীতি সরকারি কর্মচারীদের জন্যে প্রযোজ্য রয়েছে।

তবে উপহার হিসেবে ফুল, খাবার বা ফলের মধ্যে সীমাবদ্ধ থাকা যেতে পারে।

দুর্নীতি দমন কমিশনে বিশেষ মন্ত্রীসভার বৈঠক শেষে তিনি এক সংবাদ সম্মেলনে মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা কোন কিছু নিতে পারবেন না।  যিনি প্রদান করেন এবং যিনি গ্রহণ করেন তারা সকলেই অপরাধী।

এছাড়াও মালয়েশিয়ান ইনস্টিটিউট অব ইন্টিগ্রিটি, পাব্লিক কমপ্লেইন্টস ব্যুরো এবং এনফোর্সমেন্ট এজেন্সি ইন্টিগ্রিটি কমিশনের কর্মকর্তা কর্মচারীরা এই নীতির আওতায় থাকবে।

এ সম্পর্কিত আরও খবর