কলকাতা-ইয়াঙ্গুন সরাসরি ফ্লাইট চালু

, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 09:38:47

ভারতের বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি ইন্ডিগো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও মিয়ানমারের ইয়াঙ্গুনের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এয়ারবাস এ-৩২০ ব্যবহার করে রুটটিতে প্রথম যাত্রা শুরু করে ইন্ডিগো। ১৮০ জন যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন উড়োজাহাজটি যাতাপথে দুই থেকে আড়াই ঘণ্টা সময় নেবে।

মিয়ানমার ট্যুরিজম ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ইউ খিন অং তুন বলেন, প্রতিদিনের এ ফ্লাইট মিয়ানমার ও ভারতের মধ্যে ব্যবসা ও পর্যটন খাতের সংযোগ বাড়িয়ে তুলবে।

তিনি আরও বলেন, দুই দেশের পর্যটন বিকাশের জন্য অদূর ভবিষ্যতে আমরা ভারতে আরও রোডশো’তে অংশ নেব।

মিয়ানমারের বেশির ভাগ পর্যটক ভারতে তীর্থযাত্রী হিসাবে বিশেষত ফাল্গু নদীর তীরে পবিত্র নগরী বোধগয়াতে যান। বোধগয়া তীর্থযাত্রা কার্যনির্বাহী কমিটির হিসাব মতে, বছরে প্রায় ৪০ হাজার তীর্থযাত্রী ধর্মীয় স্থানটিতে আসে।

মিয়ানমার ট্যুরিজম মার্কেটিং এবং ইন্ডিগো ঘোষণা করেছে যে তারা কেবল মিয়ানমার থেকে আগত বৌদ্ধ তীর্থদের জন্য নয়, ভারত থেকে বাণিজ্যিক যাত্রীদের সেবা দিতেও প্রস্তুত।

ভারতীয় পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা প্রোগ্রামটি আগামী সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বাড়িয়েছে মিয়ানমার সরকার।

এ সম্পর্কিত আরও খবর