সৌদির ঘটনায় ইরানকে দায়ী করছে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 12:22:13

সাম্প্রতিক সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ঘটনায় ইরানকে দায়ী করছে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা এই কথা বলেন। বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত ছিলেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, এটা আমাদের কাছে স্পষ্ট যে এই হামলা ইরান করিয়েছে। এর দায় তাদেরকে নিতে হবে।

আরও পড়ুন: বিশ্ববাজারে ১৯ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম

তারা ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক সুরক্ষা ইস্যুতে বিশ্ব শক্তির সঙ্গে নতুন করে আলোচনায় আসতে বলেন।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ নতুন চুক্তি সম্ভাবনা প্রত্যাখ্যান করে এক টুইটে বলেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে ইউরোপীয় ইউনিয়ন ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: ইরান তেল স্থাপনায় হামলা করলে তা যুদ্ধের অংশ: সৌদি আরব

উল্লেখ্য, গতবছর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে আসে। এরপর থেকে তারা ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ দিতে থাকে। এর ফলে তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায়। ১৪ সেপ্টেম্বর সৌদি তেল স্থাপনায় হামলায় এই উত্তেজনা আরও বৃদ্ধি পায়। হামলার দায় ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা স্বীকার করলেও এর জন্য ইরানকে দায়ী করে আসছে সৌদি ও আমেরিকা। কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে আসছে।

এ সম্পর্কিত আরও খবর