আম চুরির দায়ে ভারতীয় নাগরিকের সাজা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 08:34:57

দুইটি আম চুরি করার অপরাধে আরব আমিরাতের আদালত ভারতীয় এক নাগরিককে সাজা দিয়েছে। তাকে পাঁচ হাজার দিরহাম জরিমানা এবং তিন মাসের জেল দেয় দেশটির আদালত। সাজা শেষে তাকে প্রত্যবাসনের সিদ্ধান্ত দিয়েছে আদালত।

মূলত, ২০১৭ সালে ২৭ বছর বয়সী ভারতীয় নাগরিক দুবাই এয়ারপোর্টে একটি আম চুরি করেন। তখন সে এয়ারপোর্টের যাত্রীদের মালামাল লোড আনলোডের কাজ করতেন। ২০১৭ সালের ১১ আগস্ট দুবাই এয়ারপোর্টে তিন নং টার্মিনালে কাজ করছিলেন। তখন সে এক যাত্রীর ব্যাগ থেকে দুইটি আম চুরি করেন।

যার প্রেক্ষিতে ২০১৯ সালে তাকে এই সাজা দেওয়া হলো। তবে ভারতীয় নাগরিক তার সাফাইতে বলেন, ‘তৃষ্ণা মেটাতেই তিনি ব্যাগ থেকে আম নিয়েছিলেন।’

এ সম্পর্কিত আরও খবর