ড্রোনের মাধ্যমে ভারতে জঙ্গিদের অস্ত্র সরবারহ করছে পাকিস্তান

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 15:09:03

ভারতের পাঞ্জাবের অমৃতসর সীমান্তে ড্রোন দিয়ে একে-৪৭ রাইফেল ও গ্রেনেড সরবারহ করছে পাকিস্তান। পুলিশ বলছে, মূলত জঙ্গি হামলার জন্যই অস্ত্রগুলো ফেলা হয়েছে। গত ১০ দিনে মোট আট বার এমন ঘটনা ঘটেছে। অস্ত্রের পাশাপাশি ড্রোন থেকে স্যাটেলাইট ফোনও ফেলা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে রাজ্যটির এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত ড্রোনটি প্রায় ১০বার হানা দিয়েছে এই সব অস্ত্র ভারতের মাটিতে ফেলতে। কিন্তু ড্রোনটি এখনও ধরা যায়নি। অস্ত্রের পাশাপাশি পাঁচটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে। এর থেকে ইঙ্গিত মেলে জম্মু ও কাশ্মীরের হামলার জন্যই এগুলো ফেলা হয়েছে।’

এর আগে পাঞ্জাব পুলিশ ‘খালিস্তান জিন্দাবাদ' নামক একটি গোষ্ঠীর চারজনকে আটক করে। আটককালে তাদের কাছ থেকে অস্ত্র, ১০ লক্ষ টাকার জাল নোট ও অর্ধদগ্ধ একটি ড্রোন উদ্ধার করে হয়েছে।

পুলিশ জানায়, ড্রোনটি পাকিস্তানে উড়ে ফেরত যেতে পারছিল না বলে জঙ্গিরাই ওই ড্রোনে আগুন লাগিয়ে দেয়।

এ সম্পর্কিত আরও খবর