অভিশংসন ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 20:25:05

  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি'র নির্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট অর্থাৎ অভিশংসনের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে এ তথ্য জানানো হয়।

সংবাদের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের ব্যক্তিগত ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেছেন। যেখানে ট্রাম্প গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তাকে সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর ছেলের সম্ভাব্য দুর্নীতির বিষয়ে তদন্তে চাপ দেন।

ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করে বলেন, ট্রাম্প অভিশংসনযোগ্য অপরাধ করেছেন কি না সেটা তদন্তে খতিয়ে দেখা হবে। রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে সাহায্য চেয়েছিলেন বলে দাবি করেন নেতারা।

ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি আইন ভঙ্গ করেছেন।

এদিকে ট্রাম্প এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, অনৈতিক কোনো কিছু আমি করিনি। এমনকি তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন এ নেতা।

এ ঘটনায় ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট বাইডেন অভিযোগ করে বলেন, ট্রাম্প আগেও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। কিন্তু এবার তিনি সীমালঙ্ঘন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর