ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-08 07:21:05

ইন্দোনেশিয়ার পূর্ব প্রদেশ মালুকুর সেরাম দ্বীপে রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে সুনামির সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির ভৌগলিক সংস্থা।

দেশটির দুর্যোগ অধিদফতরের এক মুখপাত্র বলেন, আম্বন ও কাইরাতু শহরে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু, কিছু স্থাপনার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ভূমিকম্পে একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ক্ষতি ও আম্বনে একটি ব্রিজে ফাটল ধরেছে বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ-মাধ্যম গুলোতে ভূমিকম্পের কিছু ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, আম্বনের একটি স্কুলের মেঝে ও চেয়ার দুলছে।

উল্লেখ্য, এর আগে ২০০৪ ও ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি আঘাত হানে। যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে।

এ সম্পর্কিত আরও খবর